শেরপুর প্রতিনিধি:
মানবাধিকার সংস্থা ” আমাদের আইন” শেরপুর সদর উপজেলার পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে শুক্রবার সন্ধায় শেরপুর শহরের হোটেল আলীশান এন্ড রেস্টুরেন্টে সদর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,মানবাধিকার সংস্থা ” আমাদের আইন” কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর এড. এ. জেড. আব্দুস সবুর ( সোহেল)।
মানবাধিকার সংস্থা ” আমাদের আইন” শেরপুর সদর উপজেলা কমিটির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমাদের আইন শেরপুর জেলার চেয়ারম্যান মো: নুর-ই- আলম চঞ্চল।
আমাদের আইন সদর কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শাহা আলমের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আমাদের আইন শেরপুর জেলার সেক্রেটারী মো: নাজমুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, আমাদের আইন শেরপুর জেলা শাখার কো- চেয়ারম্যান এস.এম এনামুল হক মির্জু, এড. নুরুল ইসলাম তালুকদার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক জি এম বাবুল, রফিক মজিদ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম।
এছাড়াও মানবাধিকার সংস্থা আমাদের আইনের জেলা, উপজেলা, সদর, পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নের সকল মানবাধিকার কর্মী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী খেলায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারী ইউসুফ আলী রবিন ও এইচ.বি ইতি।