করোনাভাইরাস (কোভিট-১৯) সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অবদান রাখা বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান পালন করা হয়।
২৮ এপ্রিল শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে শেরপুর পৌর অডিটোরিয়াম হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, জনাব রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠান টি পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক দীপ্ত মোদক এবং সংগঠনের সিনিয়র সহ সভাপতি জাহিদুল খান সৌরভ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, মেয়র শেরপুর পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিব শংকর কারুয়া, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ। জনাব মানিক দত্ত, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, শেরপর। জনাব সাবিহা জামান শাপলা, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, শেরপুর সদর। জনাব আবুল কালাম আজাদ, আহবায়ক, জনউদ্যোগ, শেরপুর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।
করোনাকালীন সময়ে কাজ করে যাওয়া প্রতিটি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের প্রতি সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে এই সংবর্ধনা অনুষ্ঠানে। এসময় বিভিন্ন সংগঠনকে এবং স্বেচ্ছাসেবীদের ক্রেস্ট প্রদান করা হয় আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।