1. admin@updatebarta24.com : admin :
  2. mdfysal852@gmail.com : Md Faysal : Md Faysal
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরায় যুবলীগের স্মরণকালের উন্নয়ন শোভাযাত্রা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরাম নির্বাচন ঘিরে বিতর্ক মাগুরার মহম্মদপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জামালপুর-৪ আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদের গণমিছিল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য জামাল বিএনপি-জামায়াতের নৈরাজ্যের  প্রতিবাদে ইসলামপুরে নারী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ মাগুরার মহম্মদপুরে সাহিত্য মেলার উদ্বোধন করলেন মাগুরা-২ এর এমপি বীরেন শিকদার জামালপুরে গৃহকর্মীদের সাথে গণমাধ্যমকর্মীদের সংলাপ

মাননীয় প্রধানমন্ত্রী বান্দরবানে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৬৪ Time View

মাননীয় প্রধানমন্ত্রী বান্দরবানে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের উদ্বোধ

মাসুদ পারভেজ

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বান্দরবান পার্বত্য জেলায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ২২মার্চ বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়ের ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নার্গিস সুলতানা, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ১নং রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, ২নং কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, ৩নং বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা, ৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, ৫নং টংকাবতি ইউপি চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ, ৬নং জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যসিং শৈ মারমা, সাংবাদিক মুহাম্মাদ আলী, সাংবাদিক রাহুল বড়ুয়া ছোটন, রতন কুমার দে,রশিদ আহমদ,শহিদুল ইসলাম সহ অন্যান প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সংবাদ কর্মীরা।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি লিখিত বক্তব্য বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায় হতে সারাদেশে ৩৯,৩৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এ উদ্বোধনের মাঠ পর্যায়ের অংশ হিসেবে আগামী ২২মার্চ বুধবার বান্দরবান পার্বত্য জেলার ০৭টি উপজেলায় সংশ্লিষ্ট উপজেলার সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগী ও অন্যান্য সকলে শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন।

গৃহ নির্মাণের ধারাবাহিকতায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায় হতে বান্দরবান পার্বত্য জেলার ০৭ টি
উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বান্দরবান সদর উপজেলায়- ৪৫ টি, লামা উপজেলায়- ৪০ টি, আলীকদম উপজেলায়- ০৭ টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায়- ৫০ টি, রুমা উপজেলায়- ১১৬ টি,রোয়াংছড়ি উপজেলায়- ১২০ টি এবং থানচি উপজেলায়- ৫২ টি মোট- ৪৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। তৎমধ্যে- ১২৩ টি সেমি পাকা ঘর ও ৩০৭ টি মাচাং ঘর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন “আমার দেশের প্রতি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে” এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার- “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” বাস্তবায়নে জেলা প্রশাসন বদ্ধপরিকর। উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলায় হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা- ৪,১৫৯ টি। এ পর্যন্ত বিভিন্ন ধাপে ৩,৮৭৭ টি গৃহ বরাদ্দ পাওয়া গিয়েছে। তত্মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ১ম পর্যায়ে ২১৩৪ টি, ২য় পর্যায়ে ৫৬৪ টি, ৩য় পর্যায়ে ২৭৯ টি গৃহ হস্তান্তর করা হয়। প্রত্যেক পরিবারের জন্য ০২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
অনুমতি ছাড়া কোন লেখা বা ছবি কপি করা সম্পন্ন নিষেধ
Theme Customized BY Kh Raad (FriliX Group)